রাজধানীর শাহবাগে বহুল আলোচিত ছাত্রলীগ ও বরখাস্তকৃত অতিরিক্ত উপ-পুলিশ হারুন অর রশীদ কাণ্ডে এবার শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) মো. গোলাম মোস্তফাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে বদলি করা হয়েছে।
শাহবাগ থানার এই পদে বদলি করা হয়েছে গুলশান থানার মো. আরশাদ হোসেনকে। গতরাতে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এই আদেশটি নিশ্চিত করেছে সংস্থাটির মিডিয়া বিভাগ।
সোমবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়। আদেশে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকায় কর্মরত নিম্নবর্ণিত নিরস্ত্র পুলিশ পরিদর্শকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের বদলি করা হলো।
বিডি-প্রতিদিন/শফিক