রাজশাহীর গোদাগাড়ীতে ৫২ কেজি গাঁজাসহ সংঘবদ্ধ চক্রের চারজন মাদককারবারিকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার সন্ধ্যায় গোদাগাড়ী থানার চাপাল গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-মহানগরীর রাজপাড়ার মহিষবাথান এলাকার জামিল (৩৪), গোদাগাড়ীর শাকিব ইসলাম (২২), মহানগরীর কাশিয়াডাঙ্গার তামিম মিয়া (১৯) ও মোমিন মিয়া (৫০)।
সংবাদ সম্মেলনে জেলা পুলিশ জানায়, রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপনে খবর পেয়ে গোদাগাড়ী থানার চাপাল এলাকায় অবস্থান নেয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর দামকুড়া থানার হরিপুর হয়ে একটি ব্যাটারিচালিত রিকশায় ২ জন এবং একটি মোটরসাইকেলে ২ জনসহ মোট চারজন মাদককারবারি মাদক বিক্রির উদ্দেশ্যে গোদাগাড়ীর চাপাল গ্রামে যাওয়ার পথে পুলিশ তাদের গতিরোধ করে দেহ তল্লাশি করে।
গ্রেফতার জামিলের দেহ তল্লাশি করে পেট ও পিঠে বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় ২ কেজি গাঁজা এবং তার ব্যবহৃত অটোরিকশা থেকে দুইটি প্লাস্টিকের বস্তায় ৪৪ কেজি গাঁজা জব্দ করে। শাকিব ইসলাম, তামিম মিয়া ও মোমিন মিয়ার দেহ তল্লাশি করে পেট ও পিঠের মধ্য থেকে আরও দুই কেজি করে মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। চার মাদক কারবারিদের কাছ থেকে ৫২ কেজি গাঁজা জব্দ করে পুলিশ।
বিডি প্রতিদিন/এমআই