রংপুরের পীরগঞ্জে চলতি এইচএসসি পীরক্ষার প্রশ্নপত্র চুরি করে পাচারের চেষ্টাকালে পীরগঞ্জ মহাবিদ্যালয়ের ল্যাব এসিস্ট্যান্ট ও পিয়নকে আটক করে ২ বছরের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ১২ সেপ্টেম্বর উপজেলার পীরগঞ্জ মহাবিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে।
জানা যায়, মঙ্গলবার পরীক্ষা চলাকালীন সময়ে পীরগঞ্জ মহাবিদ্যালয়ের এম.এল.এস.এস নাজমুল হক ও ল্যাব এসিস্ট্যান্ট রাসেল মিয়া কেন্দ্র সচিবের কক্ষে প্রবেশ করে গোপনে প্রশ্নপত্র বের করে পাচারের চেষ্টা করে। এসময় কক্ষ পরিদর্শক জহিরুল ইসলাম তা দেখে ফেলে এবং তাদেরকে হাতে নাতে আটক করে। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ত্বকী ফয়সাল তালুকদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত ব্যক্তিদের আটক করেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা দোষ স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পাচার চেষ্টার অপরাধে মোবাইল কোর্ট আইন মোতাবেক ওই দু’জনকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ২ বছরের কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থণ্ড প্রদান করা হয়েছে।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি আনোয়ারুল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল