রাজধানীর খিলগাঁওয়ে ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে তালতলা সুপার মার্কেটে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অন্তর্ভুক্ত এই ওয়ার্ডের কর্মী সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম. রহমতুল্লাহ'র ছেলে হেদায়েত উল্লাহ্ রন সিআইপি, উত্তর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক
আবদুল আউয়াল শেখ।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য ফারুক মিলন। সভাপতিত্ব করেন সরদার আবুল বাশার ফুয়াদ এবং সভা পরিচালনা করেন সাখাওয়াত হোসেন শওকত। আরও ৪২নং ওয়ার্ড কাউন্সিলর আইয়ুব আনছার মিন্টুও উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, যে কোন মূল্যে বিএনপি ও জামায়াতের অগ্নিসন্ত্রাস প্রতিরোধ করা হবে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন তারা।
বিডি প্রতিদিন/আরাফাত