১৪ সেপ্টেম্বর, ২০২৩ ০১:০০

গুলশানে ভবনের ১১তলা থেকে পড়ে দুই যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক

গুলশানে ভবনের ১১তলা থেকে পড়ে দুই যুবকের মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানীর গুলশানে একটি ভবনের ১১তলা থেকে নিচে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার রাত ৮টার দিকে গুলশান-২ এর ৩৫ নম্বর রোডের একটি ভবনের ১১তলায় বাইরের দিকে এসি মেরামতের সময় নিচে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন রাজিব (২২) ও সোহেল (৩০)। 

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) সাকির হোসেন সাগর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৩৫ নম্বর রোডে একটি বাসায় বাইরের দিকে এসি মেরামত করার সময় দুই যুবক নিচে পড়ে মারা যান। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

তিনি জানান, নিহত দুইজনের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর