২০ সেপ্টেম্বর, ২০২৩ ২০:২২

বরিশাল জেলা প্রশাসনের গণশুনানি

রাহাত খান, বরিশাল

বরিশাল জেলা প্রশাসনের গণশুনানি

বরিশাল জেলা প্রশাসনের গণশুনানিতে সমস্যাগ্রস্তদের নানা সমস্যা শুনে সেগুলো সমাধানে নানা পদক্ষেপ নিয়েছেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। বুধবার বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের গণশুনানিতে বিভিন্ন সমস্যাগ্রস্ত ৪২ জন অংশ নেন। এদের মধ্যে কেউ মৌখিক প্রতিকার আবার কেউ লিখিত আবেদন আকারে প্রতিকার কিংবা সমাধান চেয়েছেন। এ সময় সমাজ সেবা বিভাগের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ উপস্থিত ছিলেন। 

মন্ত্রিপরিষদ বিভাগের এক নির্দেশনায় জেলা প্রশাসকদের প্রতি সপ্তাহে গণশুনানি করতে বলা হয়। প্রতি সপ্তাহের বুধবার জেলা প্রশাসকদের তাদের অফিসে গণশুনানি করার এবং ওইদিন জেলা প্রশাসকদের অন্য কোনো প্রশাসনিক না থাকার নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। 

প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেন জানান, গণশুনানিতে ২ জন শিক্ষার্থী ৫ হাজার টাকা করে এবং ২ জন ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা পেয়েছেন। একজন প্রতিবন্ধী পেয়েছেন হুইল চেয়ার। ৩ জন ভূমি ও গৃহহীন জমিসহ ঘর চেয়ে আবেদন করেন। জেলা প্রশাসক তাদের জমিসহ সরকারি ঘর দিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি নির্দেশ দেন। ৩ জন দূরারোগ্য রোগের চিকিৎসা সহায়তা চেয়ে আবেদন করেন ৩ জন। তাদের সমাজসেবা বিভাগের মাধ্যমে বিধি মোতাবেক আবেদন করতে বলেন জেলা প্রশাসক। একজন অসহায় মা তার শিশু সন্তানের দুধ কেনার সহায়তা চাইলে জেলা প্রশাসক তাকে ৪ হাজার টাকা আর্থিক সহায়তা দেন। ৪ জন চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চাইলে তাদের হাসপাতালে ভর্তির পরামর্শ দেন জেলা প্রশাসক। হাসপাতালে ভর্তির পর হাসপাতাল সমাজসেবা বিভাগের মাধ্যমে তাদের চিকিৎসায় যথযাথ ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেন তিনি। নির্মাণাধীন বরিশাল-ভোলা সড়কে যাতে বসতবাড়ির জমি অধিগ্রহণ না হয় সেই আবেদন করেন ২ জন। এ বিষয়ে সড়ক বিভাগের সঙ্গে কথা বলে তাদের যথা সম্ভব সহায়তার প্রতিশ্রুতি দেয়া হয়। ৩ জন বাবা তাদের বিবাহযোগ্য মেয়ের বিয়ের জন্য আর্থিক সহায়তা চান জেলা প্রশাসকের কাছে। এ বিষয়ে সমাজ সেবা বিভাগকে খোঁজ খবর নিয়ে যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশ দেন জেলা প্রশাসক। 

জেলা প্রশাসকের নগদ সহায়তা, সহায়তার প্রতিশ্রুতিসহ অন্যান্য সমস্যা সমাধানের আশ্বাস পেয়ে খুশি গণশুনানিতে অংশগ্রহণকারীরা। 

এ বিষয়ে জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, সরকার গণশুনানির জন্য প্রতি সপ্তাহের বুধবার দিন ধার্য করে দিয়েছে। ওইদিন যারা আসবেন তাদের সকলের সমস্যা শুনতে হবে এবং বিবি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। যে কেউ বুধবার এসে জেলা প্রশাসনে তাদের সমস্যা কথা বলে সমাধান নিতে পারবেন।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর