রাজধানীর গুলশান নর্দ্দায় বাসের ধাক্কায় অজ্ঞাত (৬৫) বছরের এক বৃদ্ধা নিহত হয়েছে। নিহতের নাম ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) নর্দ্দা বাসস্ট্যান্ড ফুটওভার ব্রিজের নিচে ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় পথচারীরা ওই বৃদ্ধাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
পথচারীরা জানান, নর্দ্দা বাসস্ট্যান্ডে ফুটওভার ব্রিজের নিচে রাস্তা পার হচ্ছিল ওই বৃদ্ধা। এসময় কুড়িল বিশ্বরোডগামী একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন বৃদ্ধা। স্থানীয় লোকজন মিলে ঘাতক বাস ও চালককে আটক করে। ওই বৃদ্ধাকে বারিধারা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে আসার পর মৃত্যু হয় তার।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ