৯ অক্টোবর, ২০২৩ ১০:৫৪

কাকরাইলে এসএ পরিবহন কার্যালয়ে আগুন

অনলাইন ডেস্ক

কাকরাইলে এসএ পরিবহন কার্যালয়ে আগুন

সংগৃহীত ছবি

রাজধানীর কাকরাইলে এসএ পরিবহনের কার্যালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের ৪৮ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সোমবার (৯ অক্টোবর) বেলা ১০টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর আগে, বেলা ১০ টা ১০ মিনিটে আগুন লাগে। এসব তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম।  

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার জানান, আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে কী কারণে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।  


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর