তৃতীয় মেয়াদে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র পদে দায়িত্ব নিয়েছেন এএইচএম খায়রুজ্জামান লিটন।
রবিবার রাজশাহী নগর ভবনের অভিষেক অনুষ্ঠানে এ দায়িত্ব গ্রহণ করেন তিনি।
এ সময় মেয়র লিটন বলেন, স্মার্ট রাজশাহী গড়তে প্রকল্প শুরু হচ্ছে। কিছুদিন পরেই হাইটেক পার্কে স্মার্ট কর্মসংস্থান মেলা হবে। সেখানে অনেক তরুণ-তরুণীর চাকরি হবে। এটি আমার প্রতিশ্রুতি সূচনামাত্র। এমনকি শিল্পায়নের জন্য রাজশাহীতে বিসিক শিল্পনগরী-২ তৈরি করা হয়েছে। সেখানে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান গড়ে প্রায় ৩০০ প্লট বরাদ্দ প্রদান করা হবে। রাজশাহীর এ উন্নয়ন যাত্রা অব্যাহত থাকবে। এছাড়া বিপুল ভোটে জয়যুক্ত করায় নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা ও সহযোগিতা কামনা করেন তিনি।
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে বক্তব্য দেন মুক্তিযুদ্ধের সংগঠক ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আব্দুল হাদী, আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য ও রাবির সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল খালেক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমান প্রমুখ।
জানা গেছে, নির্বাচিত রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও সিটি কর্পোরেশনের নির্বাচিত ৪০ জন কাউন্সিলরদের নিয়ে অভিষেক অনুষ্ঠান আয়োজিত হয়। সকালে নগরীর বিভিন্ন স্তরের মানুষ তাদের ফুলেল শুভেচ্ছা জানান। বিকেলে মেয়র ও নির্বাচিত কাউন্সিলরগণ দায়িত্ব গ্রহণ করেন।
অনুষ্ঠানে রাজশাহীর সংরক্ষিত আসনের সংসদ সদস্য আদিবা আঞ্জুম মিতা, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা ও নির্বাচিত কাউন্সিলরগণ সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিনি/বাজিত