রাজধানীর বিভিন্ন এলাকার প্রধান প্রধান সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। যানজটের কারণে আধা কিলোমিটার দূরত্বের পথ অনেকে এক ঘণ্টায়ও যেতে পারেননি।
আজ সোমবার সকাল থেকে নগরীর বিভিন্ন স্থানে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, বাড্ডা, মহাখালী, বনানী, ফার্মগেট, বিজয় সরণি, কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগ ও ধানমন্ডিতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এর প্রভাব অন্যান্য সড়কেও ছড়িয়ে পড়েছে। যানজটে আটকে পড়া মানুষের ভোগান্তিও বাড়ছে।
বেসরকারি চাকরিজীবী আজহারুল ইসলাম রাকিব জানান, দীর্ঘ সময় ধরে কারওয়ান বাজারে বাসে বসে আছি। শাহবাগ থেকে বিজয় সরণি পর্যন্ত রাস্তার দুই পাশেই যানজট লেগে আছে। জানিনা কখন গন্তব্যস্থলে পৌঁছাবো।
বাসচালক মেহের আলী জানান, বাংলামোটর মোড়ের ট্রাফিক সিগনালের কারণে প্রায় সময় দীর্ঘ যানজট লেগেই থাকে। ঢাকা সিটিতে যানজট নিত্যসঙ্গী। কি আর করার।
বিডি প্রতিদিন/আরাফাত