রংপুরের পীরগাছা উপজেলায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে দুর্বৃত্তদের হামলায় জামাই আবু তাহের (৪৩) নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত ২টায় পীরগাছা উপজেলার দেউতি এলাকার নুর হোসেনের বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দেউতি এলাকায় রাস্তার পাশের ৩০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় নুর হোসেন ও আবু কালামের বিরোধ চলে আসছিল। গত ১১ অক্টোবর দু’পক্ষের মধ্যে মারামারি হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসা করে দেন। রবিবার মধ্য রাতে নুর হোসেনের বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালায়। এ সময় নুর হোসেনের ভগ্নিপতি আবু তাহের দরজা খুলে ঘর থেকে বের হলে তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আবু তাহেরকে মৃত ঘোষণা করেন।
পীরগাছা থানার ওসি মাসুমুর রহমান বলেন, নিহত আবু তাহেরের লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সন্দেহভাজন দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এমআই