বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ডা. এম সালেহ্ উদ্দিন’র রচিত হৃদরোগের আধুনিক চিকিৎসা ব্যবস্থার ‘হার্ট ফেইলিউর ম্যাজেনমেন্ট কন্ট্রোল’ বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় হাসপাতালের ৩য় তলায় মেডিসিন বিভাগের কনফারেন্স রুমে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চিকিৎসা অধ্যয়ন বিষয়ক ‘হার্ট ফেইলিউর ম্যাজেনমেন্ট কন্ট্রোল’ গাইডলাইন বইয়ের প্রকাশকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. ফয়জুল বাশার বলেন, এ রকম প্রকাশনা হার্টের চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসকদের অনেক উপকারে আসবে। এই বইয়ে ‘হার্ট ফেইলিউর ম্যাজেনমেন্ট কন্ট্রোল’ বিষয়ক গাইড লাইন রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, বইটির রচয়িতা ডা. এম সালেহ্ উদ্দিন বইটিতে যে গাইডলাইন দিয়েছেন তাতে হার্টের চিকিৎসায় চিকিৎসকদের জ্ঞানের পরিধি আরও বাড়াতে সাহায্য করবে।
কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সারাফাত নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শের-ই-বাংলা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডা. জিএম নাজিমুল হক, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. গোবিন্দ বনিক, অধ্যাপক ডা. আজিজুল হক, সহকারী অধ্যাপক ডা. এজেএম ইমরুল কায়েস, কার্ডিলজি বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. মো. জাকির হোসেন প্রমুখ।
‘হার্ট ফেইলিউর ম্যাজেনমেন্ট কন্ট্রোল’ বিষয়ক বইয়ের রচয়িতা ক্লিনিক্যাল এন্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট সহকারী অধ্যাপক ডা. এম সালেহ্ উদ্দিন বলেন, আমার এ বইটি চিকিৎসক সমাজ ও সর্বস্তরের মানুষের উপকারে আসবে বলে আশা করছি। তিনি বলেন, হৃদরোগে আমাদের দেশে অনেক রোগী মারা যায়। আধুনিক চিকিৎসা ব্যবস্থায় তাদের সঠিক চিকিৎসা সম্ভব। এই বইটিতে ‘হার্ট ফেইলিউর ম্যাজেনমেন্ট কন্ট্রোল’ বিষয়ক গাইডলাইন দেয়া আছে। নবীন চিকিৎসকরা এই গাইডলাইন অনুসারণ করলে তাদের জ্ঞানের পরিধি আরও বাড়াতে সাহায্য করবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন