রাজধানীর যাত্রবাড়ীতে হানিফ ফ্লাইওভারের ঢালে কাজলা ফুটওভার ব্রিজের সামনে পিক-আপ ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন।
নিহতের নাম মো. বেল্লাল হোসেন রানা (৪৫)। তিনি নোয়াখালী চাটখিল উপজেলার সাহাপুর গ্রামের নবী উল্লাহ চৌধুরীর ছেলে। বর্তমানে ডেমরার সানারপাড় এলাকায় থাকতেন।
আহত হয়েছেন পথচারী উসামা (১২) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম। তিনি বলেন, এ ঘটনায় পিক-আপ ভ্যানটিকে জব্দ করা হয়েছে। আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে বেল্লাল নামে এক জনের মৃত্যু হয়েছে। অপরজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহতের ভাগ্নে নিশাদ বলেন, মামা বেল্লাল হোসেন রানা ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালে চাকরি করতেন। আর সেখান থেকে তিনি বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ