রাজধানীর মাতুয়াইল ইউটার্ন মোড়ে রাস্তা পারাপারে সময় বাসের ধাক্কায় মো. মেহেদী হাসান (২৫) নামের এক মাদ্রাসার শিক্ষার্থী নিহত হয়েছেন। কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বড় আলম পুর গ্রামের মাদ্রাসার ইমাম আব্দুল ওহাবের ছেলে মেহেদী।
বুধবার বিকাল আড়াইটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিকাল পৌনে চার টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের মামা মোঃ ওয়াহিদ বলেন, ভাগ্নে মেহেদী হাসান সাভারে একটি একটি মাদ্রাসায় দাওরা হাদিস বিভাগের শিক্ষার্থী ছিল। সাভার থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বিকেলে মাতুয়াইল ইউটার্ন মোড়ে রাস্তা পারাপারের সময় কোন যানবাহনের ধাক্কায় রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল মেহেদী। পরে সেখান থেকে পথচারীরা তাকে উদ্ধার করে বিকেল পৌনে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহতের ব্যবহৃত মোবাইল দিয়ে আমাদেরকে (মামা) খবর দেন, সে দুর্ঘটনার শিকার হয়েছে। পরে ঢাকা মেডিকেলে এসে মেহেদিকে মৃত অবস্থায় দেখতে পাই।
তিনি আরো বলেন, ২০ দিন আগে মেহেদী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল। সে সময় তাকে আমি ১৫ দিন আগে তার মাদ্রাসা থেকে নিজেই বাড়িতে নিয়ে গিয়েছিলাম। পরে শারীরিক অবস্থা কিছুটা সুস্থ হবার পর বাড়ি থেকে আবার মাদ্রাসায় আসে। মাদ্রাসা বন্ধ থাকায় আজ সে নিজে একাই বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। তার শারীরিক অবস্থা কিছুটা দুর্বল ছিল।
সত্যতা নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াকুব হোসেন, তিনি বলেন মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তবে কোন যানবাহনে দুর্ঘটনার শিকার হয়েছে তাৎক্ষণিক শনাক্ত করা যায়নি।
বিডি প্রতিদিন/এএম