রাজধানীর মহাখালীতে একটি ১৪ তলা ভবনের ১৩ তলায় আগুন লেগেছে। ভবনটিতে আটকা পড়েছেন বহু মানুষ।
ভবনটির ছাদে বহু মানুষকে জড়ো হতে দেখা গেছে। তাদের মধ্য থেকে অনেকেই আতঙ্কে ঝুঁকি নিয়ে দড়ি বেয়ে পাশের ভবনে নামছেন, এমন দৃশ্যও দেখা গেছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার বিকালে ৫টা ৫মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, মহাখালীর খাজা টাওয়ারে আগুন লেগেছে। ১৪ তলা ভবনটির ১৩ তলায় আগুন লেগেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে উল্লেখ করেন তিনি।
ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার জানান, ফায়ার সার্ভিস থেকে ১০টি ইউনিট পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ