রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় খাজা টাওয়ারে আগুন লাগার তিন ঘণ্টা পার হলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।
সর্বশেষ তথ্য মতে, ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ও ৯০ জন সদস্য কাজ করছেন। একই সঙ্গে বিমানবাহিনী, নৌ-বাহিনী, সেনাবাহিনী, আনসার ও পুলিশ যোগ দিয়েছে আগুন নির্বাপণের কাজে। ইতিমধ্যে পাঁচজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
এর আগে বিকাল ৪টা ৫৮ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।
এছাড়া ভবনের ভেতরে কেউ আটকা পড়েছে কি না, এজন্য ভবনের জানালার গ্লাস ভেঙে বিভিন্ন তলায় দেখছে ফায়ার সার্ভিস।
আজ বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মহাখালীর আমতলী এলাকার একটি বহুতল ভবনের ১৩ তলায় আগুন লেগেছে।
ফায়ার সার্ভিস থেকে প্রথমে তিনটি ইউনিট, এরপর চারটি ইউনিট এবং পরে আরো চারটি ইউনিট-এভাবে মোট ১১টি ইউনিট পাঠানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতি সম্পর্কে কিছু জানাতে পারেননি এই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/আরাফাত