রাজধানীর ডেমরায় কাভার্টভ্যানের ধাক্কায় একটি প্যাকেজিং কোম্পানির নৈশপ্রহরী নিহত হয়েছেন। তার নাম মো. রফিকুল ইসলাম (৬০)। বুধবার রাত ৩টার দিকে ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করে ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুল হোসেন সুমন বলেন, রফিকুল প্যাকেজিং কোম্পানিতে নৈশপ্রহরী হিসাবে কাজ করতো। বুধবার রাত ৩ টার দিকে কোম্পানি থেকে মাল বোঝাই করে বের হওয়ার সময়ে পেছন থেকে রফিকুলকে ধাক্কা দেয়, এতে তিনি গুরুতর আহত হয়। পরে ঐ কোম্পানির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।
বিডি প্রতিদিন/এএম