রাজধানীর চকবাজার থানাধীন বকশি বাজার এলাকায় একটি ভবনে পানির ট্যাংক পরিষ্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া পাঁচটার দিকে এ ঘটনাটি ঘটে।
মৃত শ্রমিকের নাম রায়হান (২০)। তিনি কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার গোফদিঘি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। বর্তমানে ইসলামবাগ আলীর ঘাট এলাকায় থাকতেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
ঢামেক হাসপাতালে নিয়ে আসা সহকর্মী পায়েল মিয়া বলেন, বকশি বাজার রকেয়া কমিউনিটি সেন্টারের পাশে একটি ভবনে পানির ট্যাংকে নেমে বৈদ্যুতিক মটর দিয়ে পানি নিষ্কাশনের কাজ করছিলেন রায়হান। এসময় মটর থেকে যেকোনোভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন তিনি। পরে সেখান থেকে তাকে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই