আগুনে ক্ষতিগ্রস্ত রাজধানীর মহাখালীর খাজা টাওয়ার পুলিশের তত্ত্বাবধানে। বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা ভবনের সামনে ভিড় করছেন। তবে কাউকে ভবনের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
ভবনের নিরাপত্তায় নিয়োজিত বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) তৌকির আহমেদ সংবাদমাধ্যমকে জানান, ভবনটির বিভিন্ন ফ্লোরে বিভিন্ন অফিস রয়েছে, অনেক অফিসের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলোর নিরাপত্তার জন্য ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ভেতরে অবস্থান এখনও অনিরাপদ। সব ঠিক হলে আমরা ভবনের অফিসের জন্য নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের ঢুকতে দেব।
বৃহস্পতিবার বিকাল ৫টায় মহাখালীর ১৪ তলা খাজা টাওয়ারে আগুন লাগে। আগুন লাগার পর থেকে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট সেখানে টানা কাজ করে। পরে শুক্রবার সকাল পৌনে ৯টায় ভবনটি অগ্নিমুক্ত ঘোষণা করে ফায়ার সার্ভিস। এই আগুনে এখন পর্যন্ত তিনজন মারা গেছেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ