বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে মিছিল করেছেন রিকশাচালকরা।
আজ শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মিছিল করেন তারা।
এ সময় রিকশাচালকদের সঙ্গে দলীয় নেতাকর্মীরাও যোগ দেন। তারা রাস্তা বন্ধ করে বিএনপির কার্যালয়ের সামনে সড়কে অবস্থান নেন।
পরে পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়।
এর কিছুক্ষণ পর রিকশাচালকরা আবার একত্র হয়ে খালেদা জিয়ার মুক্তিসহ এক দফা দাবি বাস্তবায়নে স্লোগান দিতে থাকেন। রাস্তা বন্ধ করে রিকশা নিয়ে শোডাউন করেন তারা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের পদত্যাগের দাবিতে শনিবার রাজধানীতে মহাসমাবেশ ডেকেছে বিএনপি ও জামায়াতে ইসলামী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ। যাকে ঘিরে দেশজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
এই মহাসমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজই একে একে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা।
মহাসমাবেশের একদিন আগেই শুক্রবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ