আওয়ামী লীগের ২৮ অক্টোবরের শান্তি ও উন্নয়ন সমাবেশকে কেন্দ্র করে দলের কেন্দ্রীয় কার্যালয় ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে নেতাকর্মীরা ভিড় জমিয়েছেন। ঢাকার বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে বিপুল নেতাকর্মী উপস্থিত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা ৬টার পর থেকে ছোট ছোট মিছিল নিয়ে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আসতে শুরু করেন নেতাকর্মীরা। তখন অন্তত ১৫ থেকে ২০টি ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে নেতাকর্মীদের জড়ো হতে দেখা যায়।
এরপর সন্ধ্যা পৌনে ৭ টার দিকে মিছিল নিয়ে আসেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন।
তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘আগামীকালের (শনিবার) শান্তি সমাবেশের প্রস্তুতির অংশ হিসেবে সকাল থেকে ঢাকা-৫ নির্বাচনী এলাকার বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের নিয়ে অবস্থান করেছিলাম। পরবর্তী নির্দেশনা জানার জন্য আজ সন্ধ্যায় নেতাকর্মীদের নিয়ে এখানে উপস্থিত হয়েছি।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ