ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর (শায়েখে চরমোনাই) মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চায় না। এবার ভোটের অধিকার দিতে না পারলে এ দেশের মানুষের যার যা আছে তাই নিয়ে এই সরকারের বিরুদ্ধ ঝাপিয়ে পড়বে।
তিনি বলেন, আওয়ামী লীগ নিরপেক্ষ নির্বাচন দিতে চায় না, কারণ ওরা জনগণের ভোটে ভয় পায়।
শুক্রবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে ইসলামী আন্দোলন রংপুর জেলা ও মহানগর আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন। বর্তমান সরকারের পদত্যাগ, জাতীয় সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতির প্রবর্তন ও বিদ্যুৎ, গ্যাসসহ সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবিতে এ সমাবেশ করা হয়।
তিনি বলেন, আগামী ৩ নভেম্বর ঢাকার মহাসমাবেশ থেকে ভূমিকম্প হবে, তাতে শেখ হাসিনার মসনদ ভেঙে যাবে। বাকশাল করে মানুষের অধিকার লুণ্ঠিত করেছিল আওয়ামী লীগ। বাকশাল করে রাজনীতি, সংবাদপত্রসহ মানুষের মুখ বন্ধ করেছিল আওয়ামী লীগ। সিরাজ সিকদারকে হত্যার মধ্য দিয়ে দেশে প্রথম হত্যাকাণ্ডের শুরু করেছিল এই আওয়ামী লীগ।
ছাত্রলীগের কঠোর সমালোচনা করে তিনি আরও বলেন, ছাত্রলীগ মানে আতঙ্ক। ছাত্রলীগ মানে বিশাল গুন্ডাবাহিনী, ধর্ষণের সেঞ্চুরি করা, টাকা পাচার করা। ছাত্রলীগ এখন মহাআতঙ্কের নাম।
তিনি বলেন, দেশের এমন নাজুক অর্থনীতি রিজার্ভের এমন অবস্থার পরেও যারা ভোট কেন্দ্রে ডিউটি করবে তাদের জন্য ৩০০ কোটি টাকার নতুন গাড়ি কেনা হবে। কারণ তারা ভোট ডাকাতি করবে। প্রত্যেকটা মানুষের মাথার উপর ঋণ আছে ১ লাখ ১৫ হাজার টাকা।
সমাবেশে ইসলামী আন্দোলনের রংপুর মহানগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহমান কাসেমীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. আক্কাস আলী সরকার, সাংগঠনিক সম্পাদ (রংপুর বিভাগ) অ্যাডভোকেট হাফেজ এম হাসিবুল ইসলাম, কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও রংপুর জেলা সভাপতি মাহমুদুর রহমান রিপন, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও রংপুর মহানগরের সেক্রেটারী আমিরজ্জিামান পিয়াল। সঞ্চলনা করেন রংপুর জেলা সেক্রেটারী মাওলানা সাইফুল ইসলাম।
এছাড়াও ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলনসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/হিমেল