আগামীকাল (২৮ অক্টোবর) ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। এর একদিন আগেই হঠাৎ পোস্তগোলা ব্রিজ থেকে বসিলা সেতু পর্যন্ত বুড়িগঙ্গা নদী পারাপারের নৌকা ঘাটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর সদরঘাট এলাকায় খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে। তবে স্বাভাবিক রয়েছে লঞ্চ চলাচল।
এদিন বিকেল সাড়ে ৫টার দিকে কেরানীগঞ্জের পোস্তগোলা ব্রিজ থেকে বসিলা সেতু পর্যন্ত বুড়িগঙ্গা পারাপারের খেয়া নৌকা ঘাটগুলো বন্ধ করে দেওয়া হয়। তবে কয়েকটি ঘাটে সীমিত সংখ্যক নৌকা চলাচল করলেও সন্ধ্যা ৬টায় তাও বন্ধ হয়ে যায়।
মাঝিরা দাবি করছেন, বুড়িগঙ্গা নদীতে কোনোভাবে নৌকা চলাচল করা যাবে না— বিকেলে আওয়ামী লীগ নেতারা এসে এ কথা বলে গেছেন। তাদের কথামতো নৌকা বন্ধ করতে বাধ্য হয়েছেন মাঝিরা।
তবে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, আমাদের সব রুটে প্রতিদিনের মতো লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। লঞ্চ বন্ধের বিষয়ে আমরা কোনো নির্দেশনা পাইনি।
বিডি প্রতিদিন/হিমেল