১ নভেম্বর, ২০২৩ ০২:১৮

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় অস্ট্রেলিয়ান প্রবাসী নিহত

ডিএমসি প্রতিনিধি

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় অস্ট্রেলিয়ান প্রবাসী নিহত

প্রতীকী ছবি

রাজধানীর রমনা পার্কের ভিআইপি গেটের সামনে দ্রুতগামী  মোটরসাইকেলের ধাক্কায় জোসেফ গোমেজ (৫৬)নামে এক অস্ট্রেলিয়ান প্রবাসী  নিহত হয়েছেন।  মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। 

নিহত জোসেফ ডায়াবেটিস রোগী ছিলেন। সেই সময়ে তিনি হাঁটতে বের হয়েছিলেন। পার্কের গেইটের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময়ে মোটরসাইকেলটি তাকে ধাক্কা দেয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টার দিকে কর্তব্যরত চিকিৎসক জোসেফ গোমেজকে মৃত ঘোষণা করেন। আর মোটরসাইকেল চালক তামিম রায়হান হৃদয় (২০) ও আরোহী জোনায়েত হোসেন সাহেল (২১) প্রাথমিক চিকিৎসা নেন। 

বিষয়টি নিশ্চিত করে, রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো: উজ্জ্বল বলেন,জোসেফ গোমেজ রাস্তা পার হওয়ার সময়ে মোটরসাইকেলটি তাকে ধাক্কা দেয়। নিহতের মরদেহ টি হাসপাতাল মর্গে রাখা হয়েছে, মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। আহতরা পুলিশ হেফাজতে রয়েছে। 
 
নিহতের ভাই জনি গোমেজ জানিয়েছেন, তার ভাই জোসেফ গোমেজ অস্ট্রেলিয়ার প্রবাসী। গত এপ্রিল মাসে দেশে এসেছেন। উঠেছেন কাকরাইলের সার্কিট হাউজ রোডে ভাইয়ের বাসায়। তিনি ঢাকার নবাবগঞ্জ থানার হাসনাবাদ, মোলাশী কান্দা, সুমুস্তী বাড়ি গ্রামের মৃত গিলবার্ট গোমেজের ছেলে। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর