১ নভেম্বর, ২০২৩ ১৩:০৮

বরিশালে বাসচাপায় পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে বাসচাপায় পথচারী নিহত

প্রতীকী ছবি

বরিশাল-ঢাকা মহাসড়কের গড়িয়ারপাড় এলাকায় একটি যাত্রীবাহী বাসের চাপায় পথচারী নিহত হয়েছে। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মানিক হাওলাদার (৫০) নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের চৌহুতপুর এলাকার ফজলে আলী হাওলাদারের ছেলে।

নগরীর বিমান বন্দর থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, সকাল ৯টার দিকে ঢাকা থেকে বরিশালগামী সাকুরা পরিবহনের একটি বাসের চাপায় ওই পথচারী নিহত হন। দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে আটক করলেও বাসের চালক ও হেলপার পালিয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিমানবন্দর থানার ওসি হেলাল উদ্দিন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর