১ নভেম্বর, ২০২৩ ২৩:২০

মিরপুরে বাসে আগুন

অনলাইন ডেস্ক

মিরপুরে বাসে আগুন

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুর-১২ নম্বরে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার রাত ৯টার দিকে মিরপুর-১২ নম্বর এলাকায় বেসরকারি গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে আগুন দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ বিন খালেদ এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ৯টা ১২ মিনেটে মিরপুর–১২ নম্বরে গ্রিন ইউনিভার্সিটির দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ আহত হয়েছে কি না তা প্রাথমিকভাবে জানা যায়নি।

এ নিয়ে অবরোধের দ্বিতীয় দিনে ঢাকায় চারটি বাসে আগুন দেওয়া হলো। এর মধ্যে সন্ধ্যার পরেই আগুন দেওয়া হয়েছে তিনটি বাসে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর