রাজধানীর মিরপুর-১২ নম্বরে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার রাত ৯টার দিকে মিরপুর-১২ নম্বর এলাকায় বেসরকারি গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে আগুন দেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ বিন খালেদ এ খবর নিশ্চিত করেছেন।তিনি বলেন, রাত ৯টা ১২ মিনেটে মিরপুর–১২ নম্বরে গ্রিন ইউনিভার্সিটির দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ আহত হয়েছে কি না তা প্রাথমিকভাবে জানা যায়নি।
এ নিয়ে অবরোধের দ্বিতীয় দিনে ঢাকায় চারটি বাসে আগুন দেওয়া হলো। এর মধ্যে সন্ধ্যার পরেই আগুন দেওয়া হয়েছে তিনটি বাসে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ