৮ নভেম্বর, ২০২৩ ২০:২৬

ঢাকা মেডিকেলে কারাবন্দীর মৃত্যু

ঢামেক প্রতিনিধি

ঢাকা মেডিকেলে কারাবন্দীর মৃত্যু

প্রতীকী ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মো: হানিফ (৪০) নামে কারাবন্দীর (হাজতি) মৃত্যু হয়েছে। বুধবার ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরাণীগঞ্জ) থেকে অসুস্থ অবস্থায় কারা কর্তৃপক্ষের নির্দেশক্রমে কারারক্ষী মো: জুয়েলসহ কয়েক কারারক্ষী তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকালে তাকে মৃত ঘোষণা করেন। তার পিতার নাম আলতাফ হোসেন। 

এর সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরাণীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানিয়েছেন, মৃত হানিফ মিরপুর থানার একটি হত্যা মামলায় বন্দী ছিলেন। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর