৯ নভেম্বর, ২০২৩ ১৯:৪৯

রাজধানীর মাতুয়াইলে যাত্রীবাহী বাসে আগুন

অনলাইন ডেস্ক

রাজধানীর মাতুয়াইলে যাত্রীবাহী বাসে আগুন

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার রাত ৭টা ১০ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইলে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তৃতীয় দফায় ৮-৯ নভেম্বর সারাদেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা দেয় বিএনপি-জামায়াত।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর