বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফা অবরোধের ৩৮ ঘণ্টায় ১৫টি আগুনের ঘটনা ঘটেছে। এ হিসেবে রাজধানীতে প্রায় প্রতি ৬ ঘণ্টায় একটি করে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বুধবার (৮ নভেম্বর) সকাল থেকে বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত এসব আগুন দেওয়ার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল এর কর্মকর্তা তালহা বিন জসিম গণমাধ্যমকে জানান, পরিসংখ্যানে দেখা গেছে, সারাদেশে প্রতি ৩ ঘণ্টায় একটি করে পরিবহন এবং প্রতি ৪ ঘণ্টায় একটি করে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া রাজধানীতে প্রায় প্রতি ৬ ঘণ্টায় একটি করে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।সারা দেশে ১৫টি আগুনের ঘটনার মধ্যে রাজধানীর হাজারীবাগ, তাঁতীবাজার, কাকলি, মিরপুর, ধানমন্ডি, বারিধারা ও মাতুয়াইলে মোট সাতটি, গাজীপুরে তিনটি, চট্টগ্রাম বিভাগে একটি, রাজশাহী বিভাগে একটি, বরিশাল বিভাগে দুইটি এবং নোয়াখালীতে একটি ঘটনা ঘটে। এসব ঘটনায় নয়টি বাস, চারটি কাভার্ডভ্যান ও দুইটি ট্রাক পুড়ে যায়।
বিডি প্রতিদিন/আরাফাত