১০ নভেম্বর, ২০২৩ ২২:১৪

টঙ্গীতে অর্ধশত স্কুলের শিক্ষকদের নিয়ে মতবিনিময়

টঙ্গী প্রতিনিধি

টঙ্গীতে অর্ধশত স্কুলের শিক্ষকদের নিয়ে মতবিনিময়

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ মাঠে অর্ধশত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ মাঠে শিক্ষক কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত বৃহত্তর টঙ্গী, গাছা ও পূবাইল এলাকার অর্ধশত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারী এতে অংশ নেন। 

টঙ্গী পাইলট স্কুল এন্ড গালর্স কলেজের অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, খাইলকৈর বাদশা মিয়া উচ্চবিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ বাবু প্রদীপ দেবনাথ, টঙ্গী ইসলামীয়া মাদ্রাসার অধ্যক্ষ নুরুন্নবী পাটোয়ারী, সাহাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অধ্যক্ষ এডভোকেট দেলোয়ার হোসেন, টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামন, সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অধ্যক্ষ ওয়াদুদুর রহমান ও শিক্ষক প্রতিনিধি আবু জাফর আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক-শিক্ষিকা এবং কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর