৩০ নভেম্বর, ২০২৩ ২১:৪৮

রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় দুই কারাবন্দীর মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় দুই কারাবন্দীর মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় দুই কারাবন্দীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজে কয়েদি পারভেজ হোসেন বাবু (৪০) ও সোহরাওয়ার্দী হাসপাতালে ইমতিয়াজ আহমেদ বুলবুল (৫০) নামে হাজতি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ সংশ্লিষ্ট মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। 

বন্দী পারভেজ (৪০) আমৃত্যু সাজাপ্রাপ্ত ছিলেন। তার বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও। তার বাবার নাম আব্দুস সালাম মিয়া। তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) এর অধীনে অসুস্থ অবস্থায় গত ৭ নভেম্বর ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া। 

কারা সূত্রে জানা গেছে, একই দিন ভোর ৪টার দিকে বন্দী  ইমতিয়াজ আহমেদ বুলবুল (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি একটি বিচারাধীন মামলায় কারাবন্দী ছিলেন। তাকে গত ২৯ নভেম্বর কারা কতৃপক্ষের হেফাজতে রেখে  সোহরাওয়ার্দী হাসপাতাল ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন থেকে মারা যান। তার মরদেহটি সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার বাবার নাম মৃত বশির মিয়া। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর