ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি মো. সাগর খানকে (২৭) খুলনা থেকে গ্রেফতার করেছে র্যাব-৮। সোমবার সন্ধ্যায় খুলনার বটিয়াঘাটা থানার মোহাম্মদ নগর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাকে। মঙ্গলবার সকালে র্যাব-৮ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
গ্রেফতার সাগর খান কাঠালিয়া উপজেলার তারাবুনিয়া গ্রামের সেলিম খানের ছেলে।
র্যাব জানায়, গত ১২ ডিসেম্বর বিকেলে নির্যাতিতা কিশোরীকে সাগর খান বিয়ের প্রলোভন দেখিয়ে তার মায়ের সঙ্গে দেখা করানোর কথা বলে কাঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের একটি পরিত্যক্ত বাড়ি নিয়ে যায়। সেখানে সাগরসহ তার বন্ধুরা ভয়ভীতি দেখিয়ে ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে।
এ ঘটনায় নির্যাতিতের বাবা বাদী হয়ে ১৩ ডিসেম্বর কাঠালিয়া থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন। এ ঘটনায় ছায়া তদন্ত শুরু করে র্যাব-৮। পরে র্যাব-৬ এর সহযোগিতায় অভিযুক্ত প্রধান আসামি সাগরকে খুলনা থেকে গ্রেফতার করে র্যাব-৮।
বিডি প্রতিদিন/এএ