ওভারের শুরু ওয়াইড দিয়ে। বৈধ প্রথম বলে ছক্কা। সেখান থেকে কী দুর্দান্তভাবেই না ঘুরে দাঁড়ালেন যুবেন্দ্র চাহাল। পরের পাঁচ বলে তুলে নিলেন চারটি উইকেট। পেয়ে গেলেন হ্যাটট্রিকের স্বাদও।
আইপিএলে বুধবার (৩০ এপ্রিল) চেন্নাই সুপার কিংসের ইনিংসের ১৯তম ওভারে এমন জাদুকরি বোলিং উপহার দেন পাঞ্জাব কিংসের অভিজ্ঞ স্পিনার। ২০২৩ সালে রাশিদ খানের পর আইপিএলে প্রথম হ্যাটট্রিক এটি। আফগান স্পিনারের আগে-পরের দুইটি হ্যাটট্রিকই চাহালের। ২০২২ আসরে রাজস্থান রয়্যালসের হয়ে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এই স্বাদ পেয়েছিলেন তিনি। আইপিএলে একাধিক হ্যাটট্রিক করা তৃতীয় ক্রিকেটার চাহাল। তার সমান দুইটি আছে যুবরাজ সিংয়ের আর তিনটি অমিত মিশ্রার।
আরেকটি কীর্তি গড়েছেন আইপিএল ইতিহাসের সফলতম বোলার চাহাল। প্রথম ক্রিকেটার হিসেবে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি এক ওভারে চার উইকেট নিলেন দুই দফায়। তিন বছর আগে তার প্রথম হ্যাটট্রিকের ওভারেও উইকেট ছিল চারটি। একবার করে এই নজির আছে মিশ্রা ও আন্দ্রে রাসেলের।
চেন্নাইয়ের বিপক্ষে হ্যাটট্রিক করা প্রথম বোলারও চাহাল। তার অর্জনের শেষ নয় এখানেই। আইপিএলে ইনিংসে চার বা এর বেশি উইকেট তিনি পেলেন মোট ৯ বার, সুনিল নারাইনকে ছাড়িয়ে এখানে এককভাবে চূড়ায় এখন ৩৪ বছর বয়সী ভারতীয় লেগ স্পিনার।
চিপকের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে এদিন নিজের প্রথম দুই ওভারে চাহাল দেন ২৩ রান। ইনিংসের ১৯তম ওভারে যখন নিজের তৃতীয় ওভারটি করতে আসেন তিনি, মন্থর ওভার রেটের কারণে ৩০ গজ বৃত্তের বাইরে পাঁচ জনের জায়গায় চার জন ফিল্ডার নিয়ে তখন ফিল্ডিং করতে হয় পাঞ্জাবকে।
ওয়াইড দিয়ে শুরুর পর তাকে বেরিয়ে এসে লং অন দিয়ে বিশাল ছক্কায় ওড়ান মাহেন্দ্র সিং ধোনি। পরের বলে আরেকটি ছক্কার চেষ্টায় লং অফ বাউন্ডারিতে ধরা পড়েন চেন্নাই অধিনায়ক।
পরের বলে দিপাক হুদা নেন দুই রান। ওভারের শেষ তিন বলে হুদা, আনশুল কাম্বোজ ও নুর আহমাদকে ফিরিয়ে হ্যাটট্রিকের আনন্দে মাতেন চাহাল। হুডা পয়েন্টে ক্যাচ দেওয়ার পর বোল্ড হন আনশুল, ক্যাচ তুলে দেন নুর। তিন ওভারে ৩২ রান দিয়ে উইকেট চারটি নেন চেহেল। চার বল বাকি থাকতে চেন্নাই অলআউট হয় ১৯০ রানে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ