রাজধানীর ডেমরায় জাল টাকা লেনদেনের সময় জনগণের হাতে আটক ৩ জনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। বুধবার রাতে কোনাপাড়া শাহজালাল রোড এলাকায় জাল টাকা লেনদেনের সময় তাদের হাতেনাতে আটক করে স্থানীয়রা। এ সময় খবর পেয়ে পুলিশ তাদের কাছ থেকে ১ হাজার টাকা মূল্যের ১৭টি জাল টাকার নোট উদ্ধার করে। আটককৃতরা হলেন ঢাকার মিরপুর থানার ৩/৭ মিরপুর এলাকার বাসিন্দা ও লালমনিরহাটের পাটগ্রাম থানার সমশেরপুর গ্রামের মো. মাহাতাব মিয়ার ছেলে মো. ফরিদ মিয়া (৩৭), যাত্রাবাড়ী থানার মুরাদপুর এলাকার বাসিন্দা ও পিরোজপুরের ভান্ডারিয়া থানার ভান্ডারিয়া গ্রামের মো. সারোয়ার কবিরাজের ছেলে মো. আরিফ কবিরাজ (৩৮) ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন ভুইঘর এলাকার বাসিন্দা মুন্সিগঞ্জের শ্রীনগর থানার বড়বাড়ী গ্রামের আয়নাল হকের ছেলে মো. রিপন (২৬)।
এ ব্যাপারে ডেমরা থানার ওসি মো. জহিরুল ইসলাম বলেন, জাল টাকা নিজেদের হেফাজতে রেখে সাধারণ মানুষের সাথে লেনদেন করে প্রতারণা করছিলেন আটক ওই ৩ জাল টাকা ব্যবসায়ী। জনগণ তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
বিডি প্রতিদিন/এএ