১২ দলীয় জোটের শীর্ষনেতা ও জাতীয় পার্টির একাংশের মহাসচিব আহসান হাবিব লিংকন কারামুক্ত হয়েছেন।
শুক্রবার দুপুরে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি লাভ করেন তিনি। এ সময় ১২ দলীয় জোটের বিভিন্নস্তরের নেতাকর্মীরা কারাফটকে উপস্থিত ছিলেন।
ভাটারা থানায় দায়েরকৃত একটি নাশকতা মামলায় হাইকোর্ট থেকে জামিন পান লিংকন।
গত বছরের ৯ অক্টোবর নাশকতা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান এবং সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমানসহ লিংকনকে ৪ বছরের কারাদণ্ড দেয় আদালত। ৭ নভেম্বর আদালতে এই মামলায় তারা জামিন চাইতে গেলে জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণ করা হয়। এই মামলার বাকি তিন আসামিও ইতোমধ্যে জামিনে মুক্ত হয়েছেন।
বিডি-প্রতিদিন/বাজিত