বরিশালের আগৈলঝাড়ায় স্ত্রী ও শ্বশুর পরিবারের নির্যাতনের হাত থেকে বৃদ্ধা মা ও সন্তানদের রক্ষায় ইউপি চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেছেন বাক প্রতিবন্ধী এরশাদ বেপারী। রবিবার স্থানীয় রত্নপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদারের কাছে এই আবেদন করেন তিনি।
রত্নপুর গ্রামের বাসিন্দা এরশাদ বেপারীর লিখিত অভিযোগে জানা যায়, তিনি চট্টগ্রামে একটি কোম্পানিতে নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করে আসছেন। চাকরির বেতন দিয়ে চট্টগ্রামে স্ত্রী সন্তানদের নিয়ে বাসা ভাড়া করে থাকা সম্ভব নয়। এ কারণে তার স্ত্রী দুই সন্তান এবং বৃদ্ধা মা’কে নিয়ে গ্রামের বাড়িতে বসবাস করছে। স্ত্রী খাদিজা বেগম ও শ্বশুর পরিবারের লোকজন প্রায়ই তার বৃদ্ধা মা রাশিদা বেগম ও তার দুই সন্তান আরিশা আক্তার (৪) ও আব্দুল্লাহ বেপারীকে (২) নির্যাতন করে আসছে। তার শ্বশুড় নীল চাঁন, স্ত্রীর বোন রাহিমা বেগম ও রাবিয়া বেগম স্ত্রী খাদিজার পক্ষ নিয়ে বৃদ্ধা মা রাশিদা বেগম এবং দুই সন্তানকে হুমকি-ধমকি দিচ্ছে। এ কারণে চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়ে প্রতিকার চেয়েছেন তিনি।
অভিযুক্ত গৃহবধূ খাদিজা বেগম বলেন, তিনি ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। শাশুড়ি রাশিদা বেগম উল্টো তাকে (খাদিজা) নির্যাতন করছে বলে তিনি অভিযোগ করেন।
রত্নপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার চিকিৎসার জন্য ভারতে অবস্থান করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
তবে রত্নপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লিটু সরদার জানান, চেয়ারম্যান দেশে ফিরলে দুই পক্ষের কথা শুনে বিষয়টি সমাধান করে দেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই