নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘এই সরকারের মানবিকতার সঙ্গে কোনও সম্পর্ক নেই, মানুষের প্রতি কোনও ভালোবাসা নেই। দেশের জন্য উন্নয়নের কোনও ভালো চিন্তা নেই।’
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের কাছে মানুষের জীবনের কোন মূল্য নাই। তারা মৃত্যুর উপর দাঁড়িয়ে রসিকতা ছাড়া আর কিছুই করতে পারে না।’
মান্না বলেন, ‘বাণিজ্যমন্ত্রী বারবার সিন্ডিকেট বন্ধের কথা বললেও কাজের কাজ কিছুই করতে পারছেন না। অল্প কয়েকজন সিন্ডিকেটের কাছে সরকার অসহায়।’
নাগরিক ঐক্যের সভাপতি আরও বলেন, ‘সরকার একটিই কাজ পারে জুলুম, নির্যাতন, ঠকবাজী করে ভোট নিজের পক্ষে দেখাতে। অথচ ওনারা কোনও জিনিসের দাম কমাতে পারেননি।’
বিডি-প্রতিদিন/শফিক