রাজধানী গুলশান-১ এলাকার ডব্লিউ আর টাওয়ারের ৯ তলায় এসির আউটডোরে লাগা আগুন ৪টা ৫০ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, গুলশান-১ এলাকায় একটি বহুতল ভবনের নবম তলায় এসি বিস্ফোরণে আগুনের ঘটনা ঘটে। ঘটনাস্থলে ছয়টি ইউনিট পাঠানো হয়েছে। বিকাল ৪টা ২০ মিনিটে আগুনের খবর পাওয়া যায়।
বিডি প্রতিদিন/আরাফাত