রাজধানীর যাত্রাবাড়ীতে পরিবহন থেকে চাঁদা আদায়ের সময় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন মো. বাবু, ফারুক, রাকিব, মিলন চন্দ্র দাস ও মো. রিপন। শুক্রবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।
শনিবার ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মধুসূদন দাস গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, শুক্রবার রাত তিনটার দিকে ঢাকা-ডেমরা রোডে বিভিন্ন পরিবহন থামিয়ে চালকদের ভয়ভীতি দেখিয়ে জোর করে টাকা আদায় করার সময় পাঁচজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের ২০টি রশিদ ও ১ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়।
যাত্রবাড়ী থানায় রুজু করা মামলায় গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান। তিনি জানান, চাঁদাবাজির সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্যদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/এএ