২৭ মে, ২০২৪ ১০:৩৯

বৈরী আবহাওয়ায় মেট্রোরেল বন্ধ

অনলাইন ডেস্ক

বৈরী আবহাওয়ায় মেট্রোরেল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকায় মেট্রোরেল চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। সোমবার সকাল থেকে মেট্রোরেল চলাচল করছে না।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপক মাহফুজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি জানান, মেট্রোরেল চলাচল স্বাভাবিক করতে কাজ করা হচ্ছে।

তবে সকাল থেকেই যাত্রীরা মেট্রোরেলের অপেক্ষায় বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে অপেক্ষায় আছেন। হুট করেই ট্রেন বন্ধ হওয়ায় বিপাকে পড়েন অপেক্ষারত যাত্রীরা।

এর আগে গত শনিবার সন্ধ্যায় যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সোয়া এক ঘণ্টা পর চলাচল শুরু হয়। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর