পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে বিলাওয়াল ভুট্টোর নেতৃত্বাধীন দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।
গতকাল রবিবার বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় এক সংবাদ সম্মেলনে পিপিপির জ্যেষ্ঠ নেতা খুরশিদ শাহ এ কথা জানিয়েছেন। খুরশিদ শাহ বলেন, ‘বলা হচ্ছে, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান আলোচনায় বসতে প্রস্তুত। যদি তিনি আলোচনায় বসতে চান, তবে এটি একটি ইতিবাচক বিষয়। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সব সময় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করেছেন। ইমরান খান আলোচনায় বসতে চাইলে পিপিপি প্রয়োজনীয় সহযোগিতা করবে।’
পিপিপিসহ অন্যান্য দল সমর্থিত পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে পিটিআই যখন কঠোর অবস্থান নিয়েছে, ঠিক তখন এই মন্তব্য এলো। সূত্র : জিও নিউজ।
বিডি-প্রতিদিন/শআ