বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অসামান্য অবদান রাখায় ছাত্রদের ধন্যবাদ জানিয়ে রাজধানীর যাত্রাবাড়ীতে শান্তি মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা।
ডেমরা-যাত্রাবাড়ী-কদমতলী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপি নেতা নবীউল্লাহ নবীর নেতৃত্বে আজ বিকালে এই মিছিল অনুষ্ঠিত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্ররা অসামান্য অবদান রাখায় ছাত্রদের ধন্যবাদ জানিয়ে বিএনপি নেতা নবীউল্লাহ নবী বলেন, 'গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে দেশ স্বৈরাচার শেখ হাসিনা সরকারের কবল থেকে মুক্ত হয়েছে। আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৫ বছর ধরে জনগণকে কোণঠাসা করে রেখেছিল। জনগণ স্বাধীন দেশে আজ স্বাধীন হিসেবে মুক্ত হয়েছে। এজন্য বৈষম্যবিরোধী ছাত্রদের অবদান ভুলার নয়।'
এ ছাড়া নবীউল্লাহ নবী আরও বলেন, এসময় মন্দির, গির্জা, প্যাগোডাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সুযোগ-সন্ধানী ব্যক্তিরা যেন বিশৃঙ্খলা ঘটাতে না পারে, সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ বিষয়ে আমরা যথেষ্ট সজাগ রয়েছি।
বিডি প্রতিদিন/আরাফাত