বরিশালে বিরল রোগে আক্রান্ত একটি পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। বরিশাল জেলা প্রশাসনের পক্ষে অর্থ সহায়তা তুলে দেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ।
তিনি জানান, নগরের কাজি পাড়া এলাকার ভাড়াটিয়া বাসিন্দা অটোরিক্সা চালক মো. আরিফুলের চার সন্তান বিরল উইলসন রোগে আক্রান্ত। এর মধ্যে এক ছেলে মারা গেছে। ওই পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তার আবেদন করা হয়। বড় ছেলে মারা যাওয়ার দিনে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা দেয়া হয়। আজ অপর তিন সন্তানের জন্য ঔষধ কেনার জন্য আরো ৭ হাজার টাকা সহায়তা দেয়া হয়েছে।
আরিফুল জানান, বড় সন্তান আব্দুল কুদ্দুস বিরল উইলসন রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। একই রোগে আক্রান্ত হয়েছে আব্দুল কাদের, আলামিন মৃধা ও আয়শা সিদ্দিকা।
অসুস্থ সন্তানদের মা কলি বেগম জানিয়েছেন, তার বড় ছেলে কুদ্দুসের শরীরে প্রথমে এ রোগ শনাক্ত করেন ঢাকায় নিরোলজি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. গোপেন কুমার কুন্ডু। ঢাকায় গিয়ে চিকিৎসা করার সামর্থ্যে নেই। তাই বরিশালে চিকিৎসা করাচ্ছেন।
তিনি জানান, দুই বছর পূর্বে তার বড় ছেলে মারা গিয়েছে। এখন ওই তিন সন্তানের চিকিৎসা ব্যয় ভার বহন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এ অবস্থায় আবেদন করা হলে জেলা প্রশাসন পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল