ঢাকা কলেজের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সিয়াম (১০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
সিয়াম আজিমপুরের ফয়জুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল। সিয়াম ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নজরুল ইসলামের ছেলে। সে বর্তমানে আজিমপুরের ওই মাদ্রাসায় থাকতো।
হাসপাতালে সিয়ামের চাচা নুরুল ইসলাম জানান, দুপুরে কয়েকজন সহপাঠীর সঙ্গে গোসল করতে ঢাকা কলেজের পুকুরে গিয়েছিল সিয়াম। সে কিছুটা সাঁতারও জানতো। তবে গোসল করতে করতে হঠাৎ পানিতে তলিয়ে যায় সে। তখন সহপাঠীরা তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে স্থানীয়দের জানায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা পানি থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুপুর ২টার দিকে মৃত ঘোষণা করেন।চিকিৎসকদের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, সিয়ামের মরদেহ মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই