বরিশাল নগরীর চাঁদমারী এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার (২০ নভেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন চাঁদমারি স্টেডিয়াম কলোনির বাসিন্দা খালেক হাওলাদারের ছেলে সাদ্দাম হাওলাদার ওরফে জামাই রাসেল (৩২) ও একই এলাকার হাবিব মিঞার ছেলে রায়হান কাওসার(৩১)।
কোতয়ালী মডেল থানার ওসি মো. মিজানুর রহমান জানান, চাঁদমারী এলাকার দুইটি অটোরিক্সার গ্যারেজে অভিযান চালানো হয়। এসময় দুইটি গ্যারেজ থেকে দুইটি ছুরি, একটি ধারালো অস্ত্র, একটি চায়নিজ কুড়াল, দুইটি হাতুড়ি, রেইঞ্জ ও পাইপ উদ্ধার করা হয়। এসময় দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ