বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপ অপারেটর নিয়োগে নতুন নীতিমালা স্থগিত করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। বরেন্দ্র অঞ্চলের কৃষকদের পক্ষে তানোর উপজেলার কেএম জুয়েল হাইকোর্টে রিট পিটিশন করেন।
বুধবার (২০ নভেম্বর) শুনানী শেষে বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি সিকদার মাহমুদুর রাজীর যৌথ বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্টের এই আদেশের ফলে অপারেটর নিয়োগের নতুন নীতিমালা করে বিএমডিএ কর্তৃপক্ষ যে সার্কুলার জারি করেছিল তা স্থগিত হয়ে গেল বলে জানিয়েছেন মামলার বাদী কেএম জুয়েল। বাদীপক্ষে আদালতে শুনানী করেন আইনজীবী গোলাম জাকারিয়া স্বপন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ