রাজধানীর কদমতলী থানার জুরাইন আলমবাগ এলাকা থেকে সাদ্দাম (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি একটি টেইলার্সের দোকানে কাজ করতেন। সাদ্দামের বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ থানার বাকুদিয়া গ্রামে।
শনিবার (২৩ নভেম্বর) ভোর রাতের দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ভোর রাতের দিকে সাদ্দাম নামে ওই যুবককে অচেতন অবস্থায় কদমতলী থানার কনস্টেবল হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি পারিবারিক কলহের জেরে সে আত্মহত্যা করেছেন। বিষয়টি কদমতলী থানা পুলিশ তদন্ত করছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন