আলোচিত যুবলীগ নেতা সম্রাটের অন্যতম সহযোগী মো: মাহিন জামানকে গ্রেফতার করছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। আজ শনিবার সকালে টঙ্গী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মাহিন টাঙ্গাইল সদরের এস এম কামরুজ্জামানের ছেলে।
থানা সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলনে সাবেক যুবলীগ নেতা সম্রাটের অন্যতম সহযোগী মো. মাহিন জামান ঢাকার শাহজাহানপুর এলাকায় অবস্থান করছিলেন। পরে শনিবার সকালে টঙ্গী বাজার এলাকায় আসলে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার এস আই মাহবুবসহ একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার আহমেদ মাহিন জামানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে জড়িত মাহিন পলাতক ছিলেন। সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মামলার আসামি।
বিডি প্রতিদিন/হিমেল