আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধি দল দুই সপ্তাহের সফরে ঢাকা পৌঁছেছে। আজ প্রথম দিন দলটি অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক করবেন। দলটি আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত ঢাকায় অবস্থান করবে। অর্থবিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সংস্থাটির সাথে চলমান ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণ চুক্তি প্রকল্পের চতুর্থ কিস্তি ছাড়ের বিষয়ে আলোচনা করবে। একই সঙ্গে চলমান বাংলাদেশের অর্থনীতির সংস্কার কার্যক্রম সম্পর্কেও আলোচনা করা হবে। ব্যাংক খাতের পুনর্গঠন ও ঋণের বিপরীতে দেওয়া শর্তের পরিপালনের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেবে দলটি। এরপর ওয়াশিংটন ফিরে গিয়ে একটি প্রতিবেদন জমা দেবে৷ তার পরিপ্রেক্ষিতে ঋণের কিস্তি ছাড়ের ব্যাপারে সিদ্ধান্ত নেবে আইএমএফ।
বিডিপ্রতিদিন/কবিরুল