রাজধানীর কাকরাইলে কাভার্ডভ্যানের ধাক্কায় মো. জাহাঙ্গীর আলম সোহাগ (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (৪ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. জাহাঙ্গীর আলম সোহাগ পেশায় একজন আদম ব্যবসায়ী ছিলেন। তিনি কুড়িগ্রাম রৌমারি উপজেলার যাদুরচর পূর্বপাড়া গ্রামের মৃত মো. দছিজল হকের ছেলে।
বর্তমানে কাফরুল থানাধীন পূর্ব শেওড়াপাড়া জামতলা রোডে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।
জাহাঙ্গীর আলম সোহাগের বড় ভাই শাহ আলম বলেন, তার ছোট ভাই জাহাঙ্গীর ম্যানপাওয়ার ব্যবসায়ী। নয়াপল্টন চায়না বিল্ডিংয়ে তার অফিস। বিকেলে সড়ক দুর্ঘটনার সংবাদ পাই।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, বিকেলে কাকরাইল সড়কে দ্রুতগতির একটি কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলসহ চালক রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ ও চালককে আটক করা হয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/নাজিম